প্রকাশিত: Sun, Jul 2, 2023 9:09 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:51 AM

[১]সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে, তাদের সকলকেই স্বাগত জানাবে বিএনপি: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] জামায়াতের সঙ্গে সরকারের সখ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তার নিজস্ব যে ধারা সেই ধারায় তারা রাজনীতি করে। আমাদের কথা হচ্ছে  এই সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত।

[৩] তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি। আমরা জোটবদ্ধ আন্দোলন করছি না। সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত সরকারের বিরুদ্ধে কথা বলা। 

[৪] তিনি বলেন, কমিউনিস্ট পার্টি ও জামায়াতে ইসলাম তাদের নিজস্ব জায়গা থেকে আন্দোলন করছে। অনেকগুলো পার্টি আছে যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে নেই। অথচ তারা পৃথক ভাবে আন্দোলন করছে। আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি। গতকাল আমি বলেছি এটাই আমার কথা।  

[৫] রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। 

[৬] বিএনপির বি-টিম জামায়াত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যেকে উড়িয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, এটা বাজে কথা।  জনগণই আন্দোলনের মধ্য দিয়ে তার উত্তর দেবে। এবার জনগণকে সম্পৃক্ত করে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে ভ্রান্ত দিকে ঠেলে দিতে সরকার আবার একটা ইস্যু দাঁড় করিয়ে সবার নজর অন্যদিকে ফেরাতে চায়। এবার তারা এই সুযোগ পাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব